মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

32

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ৬৮ বছর বয়সী ম্যাটিস ‘অবসর’ নিচ্ছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে তিনিই প্রথম পদত্যাগ করছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
সংবাদমাধ্যম বলছে, বুধবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওইদিনই সেনা ফেরানোর প্রক্রিয়া শুরু করে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আর এর একদিন পরই বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ ঘোষণা এসেছে।
এ থেকে ধারণা করা যেতে পারে সিরিয়া থেকে সেনা ফেরানোর সিদ্ধান্তে রাজি ছিলেন না ম্যাটিস। তাছাড়া পদত্যাগপত্রে ট্রাম্পের সঙ্গে নীতিগত পার্থক্যের দিকে ইঙ্গিতও দিয়েছেন ম্যাটিস।
পদত্যাগপত্রে ম্যাটিস বলেন, মতের সঙ্গে মিল থাকবে এমন কাউকে নিয়োগ করার অধিকার প্রেসিডেন্টের আছে। আর সেটার সঙ্গে কারও মতের মিল নাও হতে পারে। যদিও ট্রাম্প বলছেন ভিন্ন কথা। টুইটে তিনি বলেছেন, ম্যাটিস নতুন বছরের ফেব্রæয়ারিতে ‘সসম্মানে অবসর’ নিচ্ছেন। তখন প্রেসিডেন্ট তাৎক্ষণিক এ পদে কারও নাম ঘোষণা দেননি। তবে তিনি শিগগিরই ম্যাটিসের স্থলে একজনকে নিয়োগ দেবেন বলে টুইটে জানিয়েছেন।