মারিয়া-আঁখিদের ইউরোপে পাঠানোর পরিকল্পনা

56

মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রæপে রানার্স-আপ হয়ে চ‚ড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় চ‚ড়ান্ত পর্বের প্রস্তুতির জন্য মারিয়া-আঁখিদের ইউরোপে পাঠানোর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
মঙ্গলবার বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চ‚ড়ান্ত পর্বের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। তাই প্রশিক্ষণের জন্য মেয়েদের ইউরোপে পাঠানোর কথা ভাবছি আমরা। ইউরোপে প্রশিক্ষণের পাশাপাশি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা।’
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ফিলিপাইনকে ১০-০ ও মিয়ানমারকে ১-০ গোলে হারালেও শেষ ম্যাচে শক্তিশালী চীনের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বাছাই পর্বের ভুল শুধরে মূল পর্বে আরও ভালো খেলতে আশাবাদী অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে মিয়ানমারে খেলেছি। শেষ ম্যাচে নিজেদের ভুলের কারণে হারতে হয়েছে। মূল পর্বের আগে হাতে প্রায় ৬ মাস সময় আছে। এই সময়ের মধ্যে সব ভুল শুধরে নিতে হবে। মূল পর্বে ভালো করতে হলে সামর্থ্যরে সেরাটা দিয়ে খেলতে হবে আমাদের।’
অন্যদিকে সহ-অধিনায়ক আঁখি খাতুনের কথা, “মিয়ানমারে টুর্নামেন্ট শুরুর আগে একটু ভয় পেয়েছিলাম আমরা। তবে ফিলিপাইনের বিপক্ষে প্রথম ম্যাচের পর সব ভয় দূর হয়ে যায়। মিয়ানমার ম্যাচের আগে আমাদের প্রতি নির্দেশনা ছিল, ‘প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের দিকে মনোযোগ দাও।’ আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তার সুফলও পেয়েছি।”