মারমেইডের কবল থেকে দখলমুক্ত ২০ একর সরকারি জমি

61

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজের মোহনা, পেঁচারদ্বীপ ও সাম্পান পয়েন্টের বিশাল এলাকা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে মারমেইড রিসোর্ট কর্তৃপক্ষ। সম্প্রতি মেরিন ড্রাইভ এর পশ্চিম পাশে নতুন করে প্রায় ২০ একর সরকারি খাস জমি দখল করে স্থাপনা তৈরী করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বিষয়টি প্রশাসনের নজরে এলে শুক্রবার দুপুরে এসব জায়গায় তৈরি বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এসময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, আগে থেকেই মারমেইডের
বিরুদ্ধে দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি নতুন করে পেঁচার দ্বীপ জাদুঘর সংলগ্ন মেরিন ড্রাইভ এর পশ্চিম পাশে প্রায় ২০ একর সরকারি খাস জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছিল। স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঠ, টিনসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা করার কথা বলা হয়েছে।