মামলায় হেরে বিসিসিআইকে ১৬ লাখ ডলার দিলো পিসিবি

25

সমঝোতা স্মারক রক্ষা না করায় ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু গত অক্টোবরে করা মামলাটি হেরে উল্টো তারাই ভারতকে দিলো ১৬ লাখ ডলার। পিসিবি সভাপতি এহসান মানি এ খবর জানান।
দুই দেশের ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু বিভিন্ন সময়ের রাজনৈতিক উত্তেজনায় তা আর মাঠে গড়ায়নি। এ কারণে গত বছর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে পাকিস্তান।
এই মামলায় লড়াই করেছে দুই দেশই। গত বছরের অক্টোবরে মামলাটি খারিজ করে দেয় আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটি। একই সঙ্গে ভারতের মামলা লড়াইয়ের খরচ দিতে পিসিবিকে নির্দেশ দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই অনুযায়ী ভারতকে ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হলো তাদের।
শুধু তাই নয়, আইনি ফি ও ভ্রমণ খরচসহ সব মিলিয়ে ২২ লাখ ডলার হাতছাড়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।