মানুষ সন্ধান

52

এ বড়ো ভ্রান্তির কাল বড়ো দুঃসময়,
হাত বাড়াও, সাথে পেতে চাও যাকে
ভুল মানুষ ওঁৎ পেতে থাকে।

কোথায় মানুষ খোঁজাখুঁজি অগণন ভিড়ে,
আছে কি কোথাও কিছু কাঁচ-কাটা হীরে?
কারও কাছে বলো না-কি আছে,
নাহলে মানুষ আজও
কী আশায় বাঁচে!

হাত নামিও না, ওই হাত কষ্টিপাথর,
ঠিক সাথী চিনে নেবে, লোকায়ত সমাজের প্রেমে
নামো পথে, নেমে এসো, পথে এসো নেমে।

একা একা তুমি আর কতটুকু বদলাবে রাতের আঁধার
সমবেত আয়োজনে একদিন গড়ে উঠবে
যৌথ খামার।