মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব

98

আল মানাহিল ফাউন্ডেশন : নগরীর ৫শ’ মানুষের মাঝে ভোগ্য সামগ্রী বিতরণ করেছে আল মানাহিল ফাউন্ডেশন। সৌদি আরবীয় দাতা সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর রিলিফ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এর সহায়তায় অসচ্ছল মানুষের মাঝে এই ইফতার পণ্য বিতরণ করা হয়েছে। বাগমনিরাম ওয়ার্ড, মাদারবাড়ি ওয়ার্ড, জামালখান ওয়ার্ড, ফিরিঙ্গিবাজার, দেওয়ান বাজার ও এনায়েত বাজার ওয়ার্ড এলাকাবাসীর মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্ব ও এস এম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর গিয়াস উদ্দিন, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর রিলিফ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এর পরিচালক শেখ হাসান ওহাইলি, শেখ ওয়া জান্নাতি, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন, মওলানা ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, সমাজের প্রত্যেক বিত্তবানের উচিত অসচ্ছল মানুষের পাশে থাকা। তাদের বিপদে-আপদে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। পবিত্র রমজান আমাদেরকে ধনী গরীবের ব্যবধান ভুলে এক হওয়ার শিক্ষা দান করে।
বেটার ফিউচার : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, সরকার সারাদেশে ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করেছে। এরপরও পবিত্র রমজানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, তা কাম্য নয়। এজন্য অসাধু কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে হবে। বেটার ফিউচার বাংলাদেশ’র উদ্যোগে গরীব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হোসাইন পাভেল। আরমান হোসাইনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, সংগঠনের পক্ষে নূসরাত শাহরিন রাইয়ান, কবির চৌধুরী, বাঁধন অরধী, জোহরা জেবিন, আরেফিন আল ইসলাম, সাদমান চৌধুরী, আরাফাত সামি। পরে প্রায় দুইশ নারী-পুরুষের হাতে ইফতারীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বেটার ফিউচার বাংলাদেশ চার বছর ধরে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি : সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির (বাওসো) সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। তার উদ্যোগে পথশিশুদের জন্য সপ্তাহব্যাপী ঈদবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার নগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বাওসোর উপদেষ্টা আব্দুল আলিম আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমান ফারকী হিমাদ্রী, প্রচেষ্টার সভাপতি মঈন উদ্দিন আববর, কিংডম অব ফানি পিপল এর প্রতিষ্ঠাতা পরিচালক মহিউল ইসলাম, বর্ণের স্কুলের প্রতিষ্ঠিতা শরিফুল ইসলাম শরিফ, ইকফাত ফয়সাল ছোটন, নিউ স্টার সোসাইটির প্রতিষ্ঠাতা ইউনুস আল হাবিব, সেলিম উদ্দিন, তারেক উদ্দিন নোমান, মহিউদ্দিন চৌধুরী, নাট্যকর্মী জনি বড়ুয়া।
উদ্বোধনী বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, গরীব মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এ উদ্যোগ। বৈষম্যহীন ঈদ উৎসব সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস।
প্রধান অতিথি মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, মা-মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি মানবিক মূল্যবোধের সমাজ বির্নিমাণের জন্য বাওসোর কর্মীরা যে অবদান রাখছে এটা আগামির বাংলাদেশের জন্য উদাহরণ।
কাউন্সিলর মো. মোরশেদ আলম এর উদ্যোগ : ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এসো সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ উদযাপন করি’ স্লোগানকে সামনে রেখে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম এর উদ্যোগে ও সামাজিক সংগঠন বিজয় কেতন এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ উৎসব গত বৃহস্পতিবার বিকেল ৩টায় নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঈদের রঙ্গিন পোশাক পেয়ে বাঁধভাঙ্গা আনন্দে মেতে উঠে সহস্রাধিক সুবিধাবঞ্চিত শিশু।
ঈদবস্ত্র বিতরণ প্রাক্কালে বিজয় কেতনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও কাউন্সিলর মো. মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সদস্য শাহীন আক্তার ও ফাহমিদা আক্তার নিঝুম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি ছিলেন এন মোহাম্মদ গ্রুপের পরিচালক মঞ্জুরুল হক, মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন শাহজাহান সুফি, এস এম হাশেম, হাশেম সোবহান, হোসেন মোহাম্মদ মাসুদ, মো. শাহজাহান, মো. আক্তার হোসেন আকবর, মোহাম্মদ নাসির, এম এ মান্নান খান, শাহীনুল আলম, প্রিয়লাল গোস্বামী, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, ওয়াহিদুল আলম শিমুল, সৈয়দ আর্সাদ সর্দার, মোতালেব সরকার, আনোয়ারা আলম, আলী হায়দার, ফজল আহম্মদ, ফরিদ উদ্দিন, সাজ্জাদ হোসেন নাদিম, মাসুদ খান, নাজিম উদ্দিনন ডাবলু, মুজিব সম্রাট, নূর মোহাম্মদ, হাসান বেনজির, মো. আসাদ, ওমর ফারুক সুমন, বিসমিল্লাহ মহিউদ্দিন, মো. মহিউদ্দিন, সোহেল রানা প্রমুখ। বিজ্ঞপ্তি