মানুষের বিপদের সময়ে সহযোগিতা করতে হবে

32

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
গতকাল শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন শ্রেণি পেশার সংগঠনের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রীসহ সাবান, মাক্স তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসময় সমাজের অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি তাদের সহযোগিতার প্রয়োজন পড়ে। বর্তমানে সারা দেশে মহামারী ও দুর্যোগের কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের লোকজন। সরকার নানাভাবে দুর্গতদের পূনর্বাসনের ব্যবস্থা করছে। এই কঠিন সময়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরী। মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সঙ্কটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা আমাদের। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। সমাজের সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার।অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন: নগরীর আমবাগানস্থ শহীদ শাহজাহান মাঠে স্কুলে অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন এর ২শত অস্বচ্ছল শ্রমিক পরিবারের মাঝে সিটি মেয়র ভোগ্যপণ্য উপহার তুলে দেয়ার সময় সংঠনের সভাপতি নুরুল আমিন, মো. রহমান, মো. নুরুল হক, মো. নুরুন্নবী, মোহাম্মদ লেদু, মোহাম্মদ বাবুল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন: নগরীর পাহাড়তলী কলেজে বালাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন ৫শত শ্রমিকদের মাঝে ভোগ্যপণ্য বিতরণকালে মোহাম্মদ কাজল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কিন্ডার গার্টেন স্কুল কর্মচারী : নগরীর টাইগারপাসস্থ বিন্নঘাস চত্বরে কিন্ডারগার্টেন স্কুল কর্মচারীর ৩শত পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণকালে মিজানুল ইসলাম, কামরুল ইসলাম, শুকলাল বড়–য়া, শাহাজান ইসলাম, মোকতার হোসেন, লুবনা হুমায়ুন উপস্থিত ছিলেন।
রৌফাবাদ বাংলাদেশ হাউজিং সোসাইটি : জাতীয় বাংলাদেশ শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, জাবেদুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান, মোহাম্মদ ফজলু, মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।
চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী : চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারীর ৫শত পরিবারের মাঝে ভোগ্যপণ্য উপহার সামগ্রী বিতরণকালে সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাইফুদ্দিন মোহাম্মদ, আবুল কাশেম ও মোর্শেদ উদ্দিন উপস্থিত ছিলেন।