মানুষকে আপন করে তুলতে সৎসঙ্গের শিক্ষা অনুকরণীয়

57

সেবা ও মানবতার অনন্য দৃন্তান্ত সৎসঙ্গ। মানুষকে আপন করে তুলতে সৎসঙ্গের শিক্ষা অনুকরণীয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন মানুষকে সৎপথে পরিচালিত হতে অনুপ্রাণিত করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভাগীয় ১৩১তম শুভ জন্ম মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল দিনব্যাপি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি একথা বলেন। অধ্যাপিকা মৃনালিনী চক্রবর্ত্তী’র সভাপতিত্বে মাতৃসম্মেলেনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশের ডেপুটি কমিশনার বিজয় বসাক, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী, উমাশ্রী ভট্টাচার্য, কল্পনা রায় ও অধ্যাপিকা তাসকিয়াতুন নূর। দুপুরে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সৎসঙ্গ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শংকর কুমার মন্ডল, শিব প্রসাদ রানা, সঞ্জীব পাত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার দেব, তিমির সেন, প্রকৌশলী আশীষ চৌধুরী, দীপংকর ভট্টাচার্য, মাধব ধর, অধ্যাপক শুভাশীষ দাশ, স্নেহাশীষ দাশ ও অমল ধর। অনুষ্ঠানে অতিথিবৃন্দ দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও তপোবন বিদ্যা নিকেতনের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়া অতিথিবৃন্দ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, হস্ত ও কুটির শিল্প প্রকল্প ও সৎসঙ্গ হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের কার্যালয় পরিদর্শন করেন। উল্লেখ্য, সারা বাংলাদেশে প্রায় ২০ হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির