মানিকছড়িতে ‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

34

জমকালো আয়োজনে মানিকছড়ির মাঠে গড়াল ‘বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। টুনামেন্টে উপজেলার ৩২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় মহামুনি সানফ্লাওয়ার একাদশ ৩-০ গোলে ময়ূরখীল সেতুবন্ধন জুনিয়র একাদশকে হারিয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে।
১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ২০১৬ সালে উপজেলায় ক্রীড়ার মান উন্নয়ন ও যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধূলায় সম্পৃক্ত রাখতে ব্যাপক আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহজমানের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। শুরু থেকেই ব্যাপক সাড়া জাগানো এ টুর্নামেন্ট এ বছর চতুর্থ আসর হিসেবে মাঠে গড়াল। খেলার উদ্বোধনকে ঘিরে ১৯ জুলাই মাঠে ছিল জমকালো আয়োজন। বেলা সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মো, জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, অফিসার ইনচার্জ আমির হোসেন, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিকুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহবায়ক মো.শফিকুর রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, ক্যয়জরী মারমা, মো. আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে. আজাদ. মো. রফিকুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক ও ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক। এর পর বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান মো, জয়নাল আবেদীন, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দীন ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জোন উপ-অধিনায়ক এ টুনামেন্টের জন্য জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।