মানিকছড়িতে এমবিডিএ’র বর্ষপূর্তি সম্পন্ন

52

নানা আয়োজনে মানিকছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন (এমবিডিএ) এর ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার ২টায় উপজেলা টাউন হলে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিটিজি ব্লাড ব্যাংক এডমিন জয় এর সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা ও সিটিজি ব্লাড ব্যাংক’র এডমিন মো. খালেদ হাসান।
অনুষ্ঠানের শুরুতেই মানিকছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন সিটিজি ব্লাড ব্যাংক, হাটহাজরী ব্লাড ব্যাংক, ফটিকছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন, খাগড়াছড়ি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন,আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকছড়ি একতা যুব সংঘ, প্রত্যাশা, মহামুনি ছাত্র সংঘঠন, স্মার্ট মানিকছড়িসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি সংঘঠনের সদস্যরা।
বিকাল ৩টায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন বর্ষপূর্তির মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহমুদুল হাসান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজয়রী মহাজন, যুবলীগ নেতা সামায়ুন ফরাজী সামু প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রত্যন্ত অঞ্চলের ১৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ২জনকে লাঠি প্রদান করেন অতিথিরা। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানে আগত বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, আত্মমানবতার সেবায় আমাদের সকলকে এগিয়ে আসেত হবে। রক্তের প্রয়োজনে কিংবা চিকিৎসাসেবার অভাবে আর কেউ যাতে মৃত্যুবরণ না করে সেদিকেও লক্ষ রাখতে হবে। এছাড়াও দেশ ও জাতির উন্নননে যুব সমাজকে এগিয়ে আসার আহব্বান জানান। পরে আয়োজক কমিটি অনুষ্ঠানে আগত অতিথিসহ বেশ কয়েকটি স্বেচ্চাসেবী সংগঠনকে বিশেষ সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।