মানসিক প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা

16

মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পূর্বা যুব কেন্দ্রের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন, পূর্বা, আর এম এস, ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় রউফাবাদস্থ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী পর্বে পূর্বা’র উপদেষ্টা রোটারিয়ান খন রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং পূর্বা ও পূর্বা যুব কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম, জাতীয় শ্রমিক লীগ কর্ণফুলী গ্যাস শাখার সভাপতি খালেদ ছায়েফ উল্যাহ্ টিপু, কোতোয়ালী ইউনিট থানার যুব বিষয়ক কর্মকর্তা জাহান উদ্দিন, আর এম এস সাধারণ সম্পাদক ডা. তরুন তপন বড়ুয়া, রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. দিবাকর বড়ুয়া, ডা. আবুল হাসান, পূর্বা’র সহ সভাপতি জসিম উদ্দিন আমিরী, স্বদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন সৈকত, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ইসমত জেরিন, পূর্বা’র সদস্য মো. রাব্বি হোসেন ফিরোজ, উর্মি আকতার, ডেইজী মল্লিক, জান্নাতুল ফেরদৌস তুসি প্রমুখ। বিজ্ঞপ্তি