মানসিক প্রতিবন্ধীদের হাতে চিহ্নিত রিং পরিধান কর্মসূচি

33

“কেউ থাকবেনা অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরে” এই প্রতিপাদ্যে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাটের মানসিক রোগীদের নিয়ে কাজ করা ‘লাভ ফর লুনেটিক্স’র আয়োজনে র‌্যালি ও নিবন্ধনের অংশ হিসেবে হাতে চিহ্নিত রিং পরিধান কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ ইউনিট। গত ১৪ ফেব্রূয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিআরবি ৭ রাস্তার মোড়ে এসব মানসিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা, বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় মানসিক প্রতিবন্ধীদের হাতে মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিতরণ কর্মসূচি পরবর্তীতে একটি শোভাযাত্রা নগরীর সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে কদমতলী রেলক্রসিং এলাকায় এসে শেষ হয়। দীর্ঘদিন ধরে রেলক্রসিং এলাকায় মানসিক প্রতিবন্ধী আসমা ও অজ্ঞাত এক মহিলাকে নিবন্ধনের অংশ হিসেবে চিহ্নিত রিং পরিধান করান সিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আমির জাফর। ‘লাভ ফর লুনেটিক্স’র প্রতিষ্ঠাতা আলমগীর বাদশা’র সভাপতিত্বে, জহুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ও মানবিক পুলিশ ইউনিটের সভাপতি মোঃ আমির জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন, চমেকহা’র মানসিক রোগ বিভাগের ডা. শাফিকা আফরোজা, সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) আরিফ হোসেন, চট্টগ্রাম পলি হাসপাতালের পরিচালক মোঃ নুরুল বাশার, সিএমপির মানবিক পুলিশ ইউনিটের টিম লিডার শওকত হোসেন, মানবাধিকার কমিশন মহানগর উত্তরের অর্থ সম্পাদক হাজী মোঃ এয়াকুব মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামাল চৌধুরী বিপ্লব, রফিকুল ইসলাম, ইকবাল সেলিম বাচ্চু ও তারেক প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের রিদুয়ান, তানবির আহমেদ ও আহসাপ অন্তরে’র নেতৃত্বে একটি টিম অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি