মানব কল্যাণই হচ্ছে সর্বপ্রকার রাজনীতির মূলমন্ত্র

44

ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশ ও জাতি কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস নামক এক অদৃশ্য শক্তির ভয়াল তান্ডবে ওলট-পালট হয়ে গেছে তাবৎ বিশ্বচিত্র। শত বছরের ইতিহাসে বিশ্ববাসী এধরণের ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করেছে বলে এমন কোন নজির দৃশ্যমান হয়না। সর্বত্র অসহায় মানবতার আর্ত চিৎকারে ক্রমাগত আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে বলে মন্তব্য করে বলেন- সুদীর্ঘ ৫ মাসেরও অধিক কালব্যাপী এ অদৃশ্য শক্তির তান্ডবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। করোনার এ নেতিবাচক প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দা উত্তরণে যেখানে শক্তিশালী রাষ্ট্রসমূহ হাঁফিয়ে উঠছে, সেখানে সদ্য মধ্যম আয়ের দেশে অভিষিক্ত হওয়া বাংলাদেশ এর মত একটি রাষ্ট্রের ত্রাহি অবস্থা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। এটি অনস্বীকার্য যে,বর্তমানে দেশের অন্যতম প্রধান রপ্তানী আয়ের খাত পোষাক শিল্প এখন বড় বিপর্যয়ের মুখোমূখী। ইতোমধ্যে অসংখ্য শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক শিল্প কারখানায় লে-অফ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বৈদেশিক রেমিটেন্স প্রবাহ শ্লথ হয়ে পড়েছে। যে কারণে অভিশপ্ত বেকারত্বের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে এক বিষ্ফোরোন্মুখ পরিস্থিতি তৈরি করেছে। এ কঠিন মূহুর্তে আত্ন ও দলকেন্দ্রিকতার অশুভ প্রভাব -বলয়ের উর্ধ্বে উঠে সর্বপ্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে বিপর্যস্ত মানবতার পাশে দাড়ানো নৈতিক ও ঈমানী দায়িত্ব। তিনি মানব কল্যানই সর্বপ্রকার রাজনীতির মূলমন্ত্র বলে মন্তব্য করে আরও বলেন,-করোনাকালীন সময়ে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রম,করোনা আক্রান্তদের অক্সিজেন ও মেডিসিন সেবা, করোনায় মৃতদের কাফন,জানাযা,দাফন সৎকার কার্যক্রম এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার কর্মীদের দেশের প্রতিটি উপজেলায় চলমান এ জনহিতকর কর্মকান্ড অব্যাহত রাখার জন্য জোর তাগিদ দেন। গত ৬ বিকেল ২ টায় দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিন জেলার সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স ম হামেদ হোসাইন, অধ্যাপক আলহাজ্ব ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স শহীদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, আলহাজ্ব এ এম মঈনউদ্দিন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন,আলহাজ্ব ডাঃ হাসমত আলী তাহেরী, আলহাজ্ব মাসুদ করিম চৌধুরী, মাস্টার জাহাঙ্গীর আলম, কাজী মুহাম্মদ আহসানুল আলম, আহমদ রেজা, খ ম জামাল উদ্দীন, মুহাম্মদ মুনির উদ্দীন, মেসবাহ উদ্দীন ও মোহাম্মদ নাসির উদ্দীন প্রমূখ। পরিশেষে বাংলাদেশ সহ বিশ্ব থেকে এ অভিশপ্ত অদৃশ্য করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি