মানবিক পৃথিবী গড়তে মানবিকবোধের উন্নয়ন বেশি প্রয়োজন

71

পরিস্থিতি দিন দিন খারাপ এর দিকে এগুচ্ছে। সেবা সংস্থাগুলো সেবা মান ঠিক নেই। কর্মরত ব্যক্তিরা ঠিক বেতন ভাতা থেকে শুরু করে সব শুবিধা পাচ্ছে ঠিকই কিন্তু এর পাশাপাশি সেবা দিতে হবে সেটা তারা ভুলে যাচ্ছে।বাংলাদেশে যত সেবাদানকারী সংস্থা আছে সবগুলো প্রশ্নবিদ্ধ! এর কারণ কি? এর কারণ সবাই জানে! না জেনে থাকলে জানার জরুরত আছে কি? দুষ্টদের দৌড়াত্ব দিন বেড়েই চলছে…। পাসপোর্ট অফিসে নিয়ম মতো পাসপোর্ট আবেদন করা গুনাহে পরিণত হয়েছে! এটা কেন? চট্টগ্রামে দেখলাম এগুলো দেখার মানুষ অনেক আছে কিন্তু তারা দানব সেজে মানুষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় নিয়োজিত। এমন একটি জায়গা নেই দূর্নীতি নেই! দুর্নীতি থাকাটাই স্বাভাবিক হয়ে পড়েছে। আমাদের চারপাশে ঘটে চলেছে নানান ঘটনা।এর পরেও কর্তৃপক্ষের টনক নড়ে না। টনক নড়ার সুবোধ ঘুমিয়ে আছে, আমাদের বিবেক জেগে উঠছে না! বিবেকবোধ সম্পন্ন পৃথিবী চায়। মানবিক পৃথিবী গড়তে ছোট-বড় আমাদের সকলের মধ্যে মানবিক বোধের উন্নয়ন বেশি প্রয়োজন।
মুহাম্মদ নাজিম উদ্দিন খান
আহবায়ক, অর্কিড সামাজিক উন্নয়ন সংস্থা, চট্টগ্রাম।