মানবিক চট্টগ্রাম নগর বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে

48

গতকাল ১ অক্টোবর মঙ্গলবার নগরীর বাদশা মিয়া রোডের মুখে স্থাপিত রোটারি মানবতার দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন বলেন, রোটারি সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই নগরে রোটারি ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল-এর এই মানবতার দেওয়াল মানুষকে অনুপ্রাণিত করবে ‘মানুষ মানুষের জন্যে’ এই স্লোগান বাস্তবায়নে। অপচয় না করে আপনাদের প্রয়োজনের অতিরিক্ত কাপড়, ব্যবহার্য সামগ্রী ও শুকনো খাবার এখানে রেখে দিলে যাদের প্রয়োজন তারা এখন থেকে এই সামগ্রীসমূহ নিয়ে উপকৃত হবে। এভাবেই মানবিক চট্টগ্রাম গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। মানব কল্যাণে এমন চমৎকার কিছু উদ্যোগ শুরু হউক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়ায় মহল্লায়। কাউন্সিলর আলহাজ মো: গিয়াস উদ্দিন রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমি আমার ওয়ার্ডে এমন ভালো যা কিছু হবে সেখানেই আছি এবং আরো সহযোগিতা করে যাবো। রোটারিয়ান চাটার্ড প্রেসিডেন্ট মীর নাজমুল আহসান রবিন বলেন, মাননীয় মেয়র ‘রোটারি মানবতার দেওয়াল’ এর জন্যে যে সহযোগিতা করেছেন তা এই শহরের বিত্তবানদের অনুপ্রাণিত করবে মানবতার কল্যানে কাজ করার এবং আমাদের বিশ্বাস মেয়রের অনুপ্রেরণায় শহরের অনেক স্থানে আরো মানবতার এমন দেওয়াল গড়ে উঠবে। রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় ও নাদিরা বেগম শিল্পী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন এবং সহযোগী প্রতিষ্ঠান আদিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট-এর পরিচালক মো. আহাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহফুজুল হক, মো. শাহজাহান, মো. জাহাঙ্গীর আলম জীম, মো: আরশাদ চৌধুরী, নোটন প্রসাদ ঘোষ, এস এ সাহেদ, আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ রনি, মো: সাজ্জাদ, মাসুদুল হক লিটন, এড. শাহীন সুলতানা, এম এ হাসান, ইফতেখার আহমদ রনি, সাংবাদিক জুয়েল শীল, রোটার‌্যাক্টর এম এ আহাদ, আবদুল কাদের বিপ্লব, মো: রাশেদ, মো: এনামুল হাসান, মো: তবরেজ প্রমুখ। বিজ্ঞপ্তি