মাদ্রিদে অভিবাসী শিশুকেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ

19

স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘সঙ্গীহীন বিদেশি শিশু’দের শিবিরে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার আগেই তা নিষ্ক্রীয় করেছে বোমা নিষ্ক্রীয়করণ কর্তৃপক্ষ। বুধবার জাতীয় পুলিশ বাহিনীর সদর দফতরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।পুলিশের মুখপাত্র জানান, মাদ্রিদের পার্শ্ববর্তী হরতালেজার ওই ক্যাম্পের অভ্যর্থনা সেন্টারে নিক্ষিপ্ত ওই গ্রেনেডটিতে সামান্য পরিমাণে বিস্ফোরক ছিল। এটি নিষ্ক্রীয় করা হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্পেনের পুলিশ বাহিনীর ওই মুখপাত্র বলেন, ‘বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিবিরের বহিঃপ্রাঙ্গনে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান কর্মকর্তারা। পরে সেখানে জাতীয় পুলিশ বাহিনীর বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তা যান। ক্যাম্প থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এবং বোম্ব স্কোয়াডের কর্মকর্তার ওই বস্তুটি নিষ্ক্রীয় করে। এটা বাইরে থেকে ব্যাগে করে সেখানে নিক্ষেপ করা হয়েছে।’ শিশুদের ওপর বুধবারের হামলাই প্রথম নয়, আগেও তাদেরকে টার্গেট করা হয়েছে। ১০ নভেম্বর নির্বাচনের আগের রাতে কয়েকজন শিশুকে মরধর করা হয়েছে।