মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : ফজলে করিম এমপি

6

রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক কাজও হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সকল আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গত বৃহস্পতিবার জমিয়তুল মোদাররেসীন রাউজানের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাতে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, আনোয়ারুল ইসলাম, জমিয়তুল মোদাররেসীন রাউজান উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফাচ্ছির আল্লামা ইউনুচ রেজভী, সহ-সভাপতি আল্লামা হাফেজ এটি এম আবদুল হাই, মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গণী, সিরাজুল ইসলাম সিদ্দিকী, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, হিসাব নিরক্ষক সম্পাদক হানিফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, পাঠ্য ও পাঠ্যসূচী এবং শিক্ষা ও শিক্ষক কল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ শওকত হোসাইন, নির্বাহী সদস্য মিছবাহ উদ্দিন বদরী ও মুহাম্মদ নাছির উদ্দিন সহ অনেকে। একই দিন নেতৃবৃন্দরা রাউজান পৌরসভার মেয়র এবং উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতমিনিময় করেন। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী, আল্লামা রফিক আহমদ উসমানী, অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরীসহ সংগঠনের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।