মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে

81

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফটিকছড়ি আজাদী বাজার আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার সালানা জলসা ও আ’লা হযরতের শত বছর ওফাতবার্ষিকী উপলক্ষে ওরছে আ’লা হযরত গত ৩০ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাষ্টের সম্মানিত চেয়ারম্যান ও আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাশেম নুরী । স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু আহমদ সওদাগর। ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, হোসাইন আহমদ ফারুকী, মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফি, অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন আল মাদানী, গাজী শফিউল আলম নেজামী, আল্লামা হারুনুর রশিদ রেজভী, শাহ্ আব্দুল আলিম,আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, আল্লামা আবুল হাসান ওমাইর রজভী, আল্লামা কাজী মুহাম্মদ ইউনুচ রজভী, কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী, মাওলানা মোখতার আহমদ রজভী, মাওলানা আবু বক্কর আনসারী, মাওলানা এবিএম মুজিবুল হক, মাওলানা আব্দুল হাই, মাওলানা ওসমান গণি জালালী, সমাজ সেবক মুহাম্মদ জাহাঙ্গীর। রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে আল্লামা নূরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। অন্যথায় পিছিয়ে পরবে মাদ্রাসা শিক্ষা। অন্যদিকে তরুণ প্রজন্ম আজ মাদকাসক্তি ও নেশাগ্রস্থে ডুবে আছে। এ অবক্ষয় প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বাচাঁতে আ’লা হযরতের মতো মনীষীর আদর্শের অনুসরণ চাই। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল হক, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, কাজী মুহাম্মদ ফোরকান রেযা, সৈয়দ মুহাম্মদ সেলিম, ইসলামী ফ্রন্ট উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ হাসান আলী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ ওমর ফারুখ, মাওলানা আব্দুল কাদের রজভী, মুহাম্মদ জাকারিয়া, এস এম ইকবাল বাহার চৌধুরী। মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইসমাঈল আলকাদেরী, মাদ্রাসার সুপার মাওলানা মঈনুদ্দীন, মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা আব্দুল আলী, লাল মিয়া সওদাগর, তোতা মিয়া সওদাগর, মাহবুবুল আলম সওদাগর, জসিম কোম্পানী, তাজ মুহাম্মদ সওদাগর, মানিক সওদাগর, তৌহিদুল আলম সওদাগর, মুহাম্মদ বিপ্লব, মুহাম্মদ জাহেদুল হক, আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ গিয়াস, মুহাম্মদ হায়দার, মুহাম্মদ সালা উদ্দিন, মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ নেজাম, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ বরাত। খবর বিজ্ঞপ্তির