মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার

47

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি লেখা-পড়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের জন্য শিক্ষার্থীদের আহবান জানান। তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও সামাজিক বৈষম্য সৃষ্টির ব্যাপারে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। গত ৬ মার্চ চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়ীয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এএস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ১১তম বার্ষিক সভা,গুণিজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মুহাম্মদ মাহাবুবুল আলম খোকা, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু আহমদ জুনু, গাউছিয়া কমিটির দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দীন ছবুর, টোটাল গ্রæপের পরিচালক আফনান ইসলাম, প্রিন্সিপাল ক্যাপ্টেন ফয়সাল আজিম, লায়ন আলহাজ মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুর রহমান, অধ্যক্ষ আবু ছৈয়দ, অধ্যক্ষ আলাউদ্দীন, অধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী, অধ্যক্ষ শহীদুল্লাহ শাহাদাত, ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, ডা. মফিজুর রহমান, ডা. মনজুর মোর্শেদ, সহকারী অধ্যাপক আবুল হাশেম,অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক রৌশনগীর আমিরী, অধ্যাপক হাছান মাহামুদ, অধ্যাপক জসীম উদ্দীন, অধ্যাপক সোহেল, বিআরটিএ অফিসার সিরাজুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আজাদ উদ্দীন, রফিক আহমদ, মিয়া মো. রফিক চৌধুরী, ফজলে হারুন সিরাজী, ব্যাংকার আবু নাঈম নাছির উদ্দীন, খাইরুজ্জামান সোহেল, ইফতেখারুল হক, ব্যাংকার নাজমুল হাসান, ব্যাংকার কামরুল ইসলাম, ব্যবসায়ী কাজী আবদুর রাজ্জাক, আলহাজ মো. ইউনুছ, দিদারুল ইসলাম চৌধুরী ও খাঁনহাট ব্যবসায়ী কমিটির সভাপতি আমির মো. সাইফুদ্দীন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম উদ্দীন, এফআর নোমান চৌধুরী, শিক্ষক শাহজাহান আজাদ, শিক্ষক গাজী বোরহান উদ্দীন, এড. সিরাজদৌল্লাহ, নাজিম উদ্দীন পারভেজ, শিক্ষক নাজিম উদ্দীন,কামরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দীন, মাদ্রাসা কমিটির সদস্য আবদুর রশিদ, কাজী আলমগীর, কাজী হোছাইন, অছিউর রহমান, মাসুদ, মিজান, হাজী আবদুর রহমান,মাদ্রাসার শিক্ষক আবদুল মালেক, নজরুল, জাবের, হাফেজ, সোলতানা, শাফলা, তানজু, মাওলানা জাহেদুল ইসলাম, তৌফিক প্রমুখ। সভায় বয়ান করেন মাওলানা সোহেল আনছারী,মাওলানা জহিরুল ইসলাম জোহাদী, মাওলানা ইয়াছিন আরফাত রুবেল।