মাদক ব্যবসায়ী আর পতিতা পটিয়ায় থাকতে পারবে না

74

উপজেলা ও পৌরসভা যুবলীগ কর্তৃক বঙ্গন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, মাদক ব্যবসায়ী আর পতিতা পটিয়ায় থাকতে পারবে না। এ ধরনের চরিত্র যাদের আছে তাদের নেতৃত্বে দেখতে চাই না। তাদের পটিয়া ছেড়ে যেতে হবে। তিনি বলেন, আমি গত ১০ বছর এমপি ছিলাম, কিন্তু উপজেলা চেয়ারম্যান দলীয় ব্যক্তি না হওয়ায় উন্নয়ন বাধাঁগ্রস্ত হয়েছে। সরকার টিউবয়েল বরাদ্দ দিয়েছে। আর চেয়ারম্যান এসব টিউবঅয়েল দালালের মাধ্যমে বিক্রি করেছেন। এবার সুযোগ এসেছে দলীয় প্রার্থীকে জয়ী করার। দলীয় যাদের মনোনয়ন দেয়া হয়েছে এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোতাহেরুল ইসলাম বয়োবৃদ্ধ। তাকে সন্মান দিতে না পারলে বিবেকের কাছে দংশিত হবো। গত শনিবার সন্ধ্যয় উপজেলার পৌরসভাস্থ একটি কমিউনিটি সেণ্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আ.লীগ নেতা আবদুল খালেক, মাজেদা বেগম শিরু, হাবিবুল হক চৌধুরী, ফরিদ আহমদ, মোহাম্মদ আলমগীর, পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, অধ্যাপক কৃঞ্চপ্রসাদ ধর, নাজিম উদ্দিন পারভেজ, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরু, শাহেদ উদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রুবেল, হাসান উল্লাহ চৌধুরী, এহসানুল হক, মোর্শেদুল হক, মাহমুদুল হক, মামুনুর রশিদ, মোহাম্মদ নোমান, অশোক দাশ, মফিজ উদ্দিন, আবুল হাসনাত ফয়সল, শাহাদাৎ হোসেন, ফরিদুল আলম, মীর এমদাদ, মঈনুল হক রাশেদ, দিদারুল আলম, নজরুল ইসলাম, শাহ আলম মেম্বার, আমিন উল্লাহ, যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এনামুল হক, আবু তাহের, মোহাম্মদ আলমগীর, ফারহান ইয়াছমিন, শাহনাজ আক্তার টিয়া, আলমগীা আলম, মোহাম্মদ কামাল, ফয়সাল আহমদ, শওকত রাশেল, ওয়াহেদ চৌধুরী, ইদ্রিস ইমু, মোহাম্মদ সাইফু, আবু তাহের, আহমদ নুর মেম্বার, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদকদের মধ্যে হাজী মাহবু, আবুল কাসেম, আনিছুর রহমান, আবু তাহের, সৈয়দ নুর, আলমগীর চৌধুরী, মাহফুজুর রহমান, বুলবুল হোসেন, নাজিম উদ্দিন, আনোয়ার তালুকদার, মোহাম্মদ টিপু, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, হাজী জসিম, বাপ্পী চৌদুরী, তাজুল ইসলাম, আমজাদ হোসেন, মোহাম্মদ নাজিম, আবদুল আউয়াল, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, পরাগ চৌধুরী, জিয়া উদ্দিন বাবুল প্রমুখ। সভায় প্রধান অতিথি আরো বলেন, আমি এমপি হলেও ঠিক মতো কাজ করতে পারিনি। উপজেলা চেয়ারম্যান কমিশন বাণিজ্য করায় এবং অন্যদলের হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পটিয়াকে সাজাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য উপজেলা পরিষদে দলীয় ব্যক্তি দরকার। দলীয় প্রার্থী নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন হবে।