মাদক প্রতিরোধে জিরো টলারেন্সে আনতে হবে

41

চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সারাদেশের ন্যায় চন্দনাইশে মাদক সেবন প্রতিরোধ, ইয়াবা নির্মূলে জিরো টলারেন্সে আনতে হবে। অন্যথায় যুব সমাজ বিপদ গামী হবে। যুব সমাজ বিপদ গামী হলে, উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দোহাজারী বার্মা কলনীর বিষয়ে প্রশাসনকে নজরদারীতে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। এ শুষ্ম মৌসূমে ফসলি জমি থেকে মাটি খেটে জমির উর্বরতা নষ্ট করা হচ্ছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ইট ভাটায় শিশু রোহিঙ্গা শ্রমিককে কাজ থেকে বিরত রাখার আহবান জানান। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্টভাবে পরিচালনার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকদের আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সার্বিকভাবে চন্দনাইশের উন্নয়নের লক্ষ্যে বিশৃংখলা পরিবেশের প্রতি নজরদারী রাখার জন্য আইন সৃংখলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। গত ২৩ জানুয়ারি উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে নবগঠিত সরকারের প্রথম সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদদুজা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পরিষদের সদস্যগণ নবনির্বাচিত ২য় বারের মত সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।