মাদক-ইভটিজিং থেকে দূরে থাকবে শিক্ষার্থীরা

38

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল রানা বলেছেন ছাত্র জীবনের প্রধান কাজ হলো পড়ালেখা করা। ছাত্র জীবনের প্রতিটি পরীক্ষায় সাফল্যের সাথে উর্ত্তীণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীর উদ্দেশ্য ও লক্ষ থাকা উচিত। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। নৈতিক চরিত্রের শিক্ষার্থীরা সর্বদা সর্ব অবস্থায় সম্মানিত হবে। আর যে সব শিক্ষার্থীরা পরিবার, সমাজ, দেশ বিরোধী অনৈকি কর্মকান্ডে জড়িয়ে পড়বে তাদেরকে সবাই ঘৃণার পাত্র হিসেবে দেখবে। এমনকি জন্মদাতা মা-বাবাও পরিচয় দিতে অস্বীকার করে যার অনেক উদাহরণ দেশবাসির কাছে প্রমাণিত হয়েছে। সকল অনৈতিক কর্মকান্ড হতে শিক্ষাথীদেরকে বিরত থাকতে হবে। আর কোমলমতি শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে অনৈতিক কর্মকান্ডে ব্যবহার করে অনেক ব্যক্তি বা গোষ্ঠী সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না। শিক্ষার্থীদের জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর মত ঘৃণ্যতম কাজ হতে দুরে থাকতে হবে। আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে আগামী দিনের পৃথিবী গড়ার দায়িত্ব নিতে হবে। গত ৩০ মার্চ সকাল ১১টায় নগরীর খুলশী থানাধীন পাহাড়তলীস্থ বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক এর সভাপতিত্বে খুলশী থানা কমিউনিটি পুলিশীং অফিসার এসআই নোমান এলাহির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দিন, খুলশী থানা কমিউনিটি পুলিশীং কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার। এতে আরো বক্তব্য রাখেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কমিউনিটি পুলিশীং কমিটির সভাপতি মোঃ হায়দার হোসেন বাদল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাহাত, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য মোঃ আবু বক্কর, শিক্ষার্থীদের পক্ষে ১০ম শ্রেণির আরাফাত, রায়হান হোসেন রাকিব, মোঃ সুমন, ৭ম শ্রেণির মোঃ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদকমুক্ত জীবন গড়ার লক্ষে শপথ পাঠ করানো হয়। বিজ্ঞপ্তি