মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্কের উদ্যোগে মা দিবস

80

মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করেছে। দুরারোগ্য ব্যাধির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামীদিনের ভবিষ্যৎরা। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এ সমস্য থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এর কুফল জানাতে হবে সবাইকে, গড়ে তুলতে হবে গণসচেতনতা। গত ১৩ মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র আর্ক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত লায়ন গভর্ণর কামরুন মালেক এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাদকাসক্তির মতো সর্বনাশা ছোবল দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকের ও আগামী দিনের সুস্থ সুন্দর ও সুখকর সমাজের জন্য মাদকদ্রব্যের ব্যবহার রোধ করতে হবে। আর তার জন্যে প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক প্রতিরোধ এবং জাতীয় ও আন্তর্জাতিক হস্তক্ষেপ। তিনি আর্কে চিকিৎসারত ও চিকিৎসাপ্রাপ্ত সমবেত তরুণদের একজন মা হিসেবে আহবান জানিয়ে বলেন, যারা তোমাদের হাতে মাদক তুলে দেয়, তারা কখনো বন্ধু হতে পারে না, তারা তোমাদের শত্রু। তিনি মেয়েদের জন্যও আলাদা একটি মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য আর্ক কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সামসুল হাসান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন আবু নাসের রনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন জিকে লালা, মনিরুল কবির, এসকে পালিত, ডা. মেসবাহউদ্দিন তুহিন, সাধন কুমার ধর, মুহাম্মদ নোমান লিটন, নাজমুল শাকের, শহিদুল ইসলাম টিটু প্রমুখ। আর্কে চিকিৎসারত মোহাম্মদ সাদের মাকে নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য উপস্থিত সকলকে অশ্রুসিক্ত করে তোলে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আক কর্মকর্তা জাকির হোসেন। শেষ পর্বে লায়ন কামরুন মালেকের হাতে চমৎকার একটি পোর্ট্রেট উপহার তুলে দেন আর্ক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ও দিদারুল আলম। এসময় লায়ন কামরুন মালেক মাদকাসক্তি পূনর্বাসন কেন্দ্র হিসেবে আর্কের কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা করেন এবং আর্কের প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি