মাদকসেবী পরিবারে দুঃখের সীমা থাকে না

121

যে পরিবারে একজন মাদকসেবী থাকে সেই পরিবারের দুঃখের সীমা থাকেনা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে আরো অনেক বেশী সচেতন হতে হবে। গত মঙ্গলবার দুপুরে উত্তর কাট্টলী ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চসিক আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর এইচ.এম.সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সোলতান আহমদ চৌধুরী,কাজী আলতাপ হোসেন, মোহাম্মদ লোকমান আলী, মোহাম্মদ ইসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, মোহাম্মদ ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, আবুল কালাম আবু ,প্রকৌশলী তরুন তপন দত্ত, মুনমুন চৌধুরী,মিলি চৌধুরী, শফিউল আলম চৌধুরী, আবু সুফিয়ান ও রোকন উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। তিনি বলেন চট্টগ্রাম নগরীতে সন্তাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত করতে জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা জন্য ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০১৭ সাল থেকে চলে আসছে এই কর্মসুচি। এই প্রসংগে কমিটিকে আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে আক্ষরিক অর্থে বাস্তবায়নের পরামর্শ দেন মেয়র। তারই প্রেক্ষিতে পাক্ষিক কিংবা মাসে বৈঠককরণ,এলাকার ক্রমবর্ধন অবস্থা সম্পর্কে আলাপ-আলোচনা ভিত্তিতে আইন শৃংখলা কমিটিকে রিপোর্ট প্রদান। এতে এলাকার মানুষের মধ্যে আশার আলো জাগবে। অপরদিকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুনীতিবাজদের মধ্যে ভীতি সৃষ্ঠি হবে। মাদকাসক্তি বা জঙ্গি মানসিকতা মানুষের সঙ্গে যদি কেউ মেলামেশা করছে বলে জানা যায় তবে তা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং নিজেদের দ্বারা তা সম্ভব না হলে পরিবারের পিতা-মাতা,অভিভাবক, সমাজপতি,কাউন্সিলর এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানানোর আহবান জানান মেয়র। বিজ্ঞপ্তি

যুব রেডক্রিসেন্ট ক্যা¤প উদ্বোধন

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদেরকে পড়ালেখার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গত মঙ্গলবার সকালে হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর মাঠে অনুষ্ঠিত “যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিটের পৃষ্ঠপোষকতায় এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে “৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প-২০১৯, চট্টগ্রাম” এর উদ্ধোধনী বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাফিজ বলেন ১৯১টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ঠ দুর্যোগ মোকাবিলায় রেড ক্রস রেড ক্রিসেন্ট বিদেশিদের কাছে এখন রোল মডেল। বিদেশী ডেলিগেটরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ভূয়সি প্রসংশা করছে।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ম্যানেজিং বোর্ড সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শেখ রাইসুল আলম ময়না, রবিন্দ্র মোহন সাহা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ড সদস্য এম.এ ছালাম, সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার, সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ পারভিন লায়লা এবং ক্যাম্প প্রধান স্বেচ্ছাসেবক ও ক্যাম্প মার্শাল ইসমাইল হক চৌধুরী ফয়সাল প্রমুখ বক্তব্য রাখেন। এবারের ক্যাম্পে ৭টি মূলনীতি ও নীতিমালার সাথে মিল রেখেই যথাক্রমে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, সার্বজনীনতা ও সেবাব্রতী ৮টি সাবক্যাম্প রয়েছে। উক্ত যুব ক্যাম্পে জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা হতে প্রায় ২০০০ জন যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি