মাদকবিরোধী সাইক্লিং প্রোগ্রাম যুব সমাজকে মাদক হতে দূরে রাখতে হবে

32

‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’ প্রতিপাদ্যে পিকেএসএফ এর সহায়তায় মমতা পরিচালিত কর্মসূচির উদ্যোগে সম্প্রতি নগরীর সিআরবি শিরিষতলায় মাদকবিরোধী সচেনতনতায় সাইক্লিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। এ উপলক্ষে সাইক্লিং র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শিরীষতলা হতে শুরু হয়ে টাইগারপাস মোড়, ওয়াসাস্থ নার্সারী মোড়, ইস্পাহানী মোড়, রেডিসন ব্লু বে ভিউ হিিভউহয়ে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
র‌্যালিপূর্ব আলোচনা সভায় মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মো. নুরুল আলম নিজামী, বিশেষ অতিথির বক্তব্য দেন চসিক ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা’র পরিচালক ইকবাল আল মাহমুদ, সহকারী পরিচালক কামরুন নাহার পারভীন, সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় মাদক দ্রব্য নিন্ত্রয়ণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুল জামাল। শেষে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা ও দেশকে সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে হলে যুব সমাজকে মাদক হতে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদকের মতো ভয়াবহ সমস্যা দূর করতে হলে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি