মাতৃভাষা দিবসে ৮ ফাল্গুন ব্যবহার চেয়ে রিট

34

দেশের সকল সরকারি-বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ২১ ফেবুয়ারির পাশাপাশি বাংলা মাসের ৮ ফাল্গুন রাখা এবং ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চুয়াডাঙ্গার বাসিন্দা নসকর আলীর পক্ষে আইনজীবী মনিরুজ্জামান লিংকন রিটটি করেন। রিটে সকল সরকারি-বেসরকারি পর্যায়ে ২১ ফেরুয়ারির সঙ্গে বাংলা সাল ও ৮ ফাল্গুন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনার পাশাপাশি ৮ ফাল্গুন তারিখ ব্যবহার করতে বিবাদির নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে মন্ত্রী পরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিটকারীর আইনজীবী। তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেরুয়ারি, আবার সরকার ২১ ফেরুয়ারিকে সামনে রেখে ক্যালেন্ডার ঠিক করেছেন। সেখানে ৮ ফাল্গুন যাতে ২১ তারিখের সঙ্গে লেখা থাকে, আমরা সেই দাবিটি করেছি রিটে।