মাতারবাড়ী তাপ বিদ্যুৎ প্রকল্পের জমির মালিকদের চেক হস্তান্তর

55

দেশের তাবৎ কালের সবচেয়ে মেঘা প্রকল্প মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের শ্রমিকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয় প্রকল্পের সম্মেলন কক্ষে এবং আলাদা অনুষ্ঠানে সি.পি.জি.সি.বি.এল এর আওতায় উচ্ছেদকৃতদের মাঝে লটারির মাধ্যমে সেমিপাকা বাড়ি হস্তান্তর অনুষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আয়োজনে প্রকল্পের পূর্ণবাসন এলাকায় বাড়ি হস্তান্তর গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। উদ্বোধক ছিলেন কক্সবাজার-২ আসনের আলহাজ আশেক উল­াহ রফিক এমপি। এ সময় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন কোল পাওয়ার এর প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, হুমায়ুন কবির, মাহামুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিন, উপজেরা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. শেখ কামাল, সাধারণ সম্পাদক আবু হায়দার, মাতারবাড়ীর চেয়ারম্যান মোহাম্মদ উল­াহ, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ীরর সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার নুর বকস এড. হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুর মোহাম্মদ বাদশা, ডা. সাহাবউদ্দিন, মুরাদুল ইসলাম, সাহেল, নজরুল, শাহ নেওয়াজ। প্রধান অতিথি এড. সিরাজুর মোস্তফা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, মানুষের ক্ষতি হয় এধরনে কাজ সরকার করবে না। পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এবং দ্রুত এগিয়ে চলছে প্রকল্পের উন্নয়ন কাজ। কোল পাওয়ারের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির জানান, আধুনিক প্রযুক্তিতে মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কাজ চলছে। আগামী ৫ বছরের মধ্যে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ছাড়া আপাতত আর তাপ বিদ্যুৎ প্রকল্পের চিন্তা কর্তৃপক্ষের নেই। কক্সবাজার-২ আসনের আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি বলেন, অবহেলিত উপকূলীয় এলাকাগুলিতে উন্নয়ন প্রকল্প করে স্থানীয়দের উন্নত জীবন যাপনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। যেভাবে কাজ করলে পরিবেশের কোন ক্ষতি হয় না, ঠিক সেই ভাবে উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্পের উন্নয়ন যজ্ঞ পরিদর্শন করেছেন।