মাঠে মারামারির শাস্তি পেলো পুলিশ এফসি

33

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ওঠা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শেষ ম্যাচে মাঠে মারামারি করে নিজেদের অর্জনে কালিমা মাখিয়েছিল। এবার সেই অপরাধে বড় ধরনের শাস্তিও পেতে হলো অনেক দিন পর ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে নাম লেখানো ফুটবল দলটিকে।
গত ২৪ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুলিশ দলের ফুটবলার ও কর্মকর্তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল বাফুফের কর্মকর্তাদের। সোমবার বাফুফের ডিসিড়প্লিনারি কমিটির সভায় পুলিশ ফুটবল ক্লাবকে করা হয়েছে ৫ লাখ টাকা জরিমানা। এক মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
পুলিশ কনষ্টেবল শামীমকে ফুটবলের সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। দলের খেলোয়াড় আমিরুল ইসলাম, তারেক আজিজকে দুই ম্যাচ নিষিদ্ধসহ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করতে হবে এক মাসের মধ্যে।
অন্য দুই খেলোয়াড় আজমি ওমর ও সারোয়ার হোসেন জনিকে ৯ ম্যাচ নিষিদ্ধ ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধ করতে হবে এক মাসের মধ্যে। পুলিশ ফুটবল দলের ফিজিও সান্তুনু মল্লিককে ৯ ম্যাচ নিষিদ্ধ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাকেও এক মাসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে।