মাটিরাঙ্গায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

33

পার্বত্যাঞ্চলের মানুষ শান্তি প্রিয়, আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে সেনাবাহিনী সরকারকে সহযোগীতা করছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তোব্যে এসব কথা বলেন, ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন মধ্যে জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, জোনের স্টাফ অফিসার আরেফিন মোহাম্মদ শাকিল, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, আইডিএফ কর্মকর্তা মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানসহ জনপ্রতিনিধি, প্রশিক্ষনার্থী ও দূর-দুরান্ত থেকে আগত হত-দরিদ্ররা উপস্থিত ছিলেন। এবার কম্পিউটার প্রশিক্ষনে পরিক্ষার মাধ্যমে প্রথম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে ৩টি ল্যাপটপ, সেলাই প্রশিক্ষাণার্থীদের দশ জনকে ১০টি সেলাই মেশিন দেয়া হয়। এছাড়াও ১৩০জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রিজিয়ন কমান্ডার।