মা’জান চা বাগানের সহকারী ব্যবস্থাপক চাকুরী থেকে বরাখাস্ত

66

ফটিকছড়ির মা’জান চা বাগানের শ্রমিকদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রদত্ত ৫ হাজার টাকার অনুদান পাইয়ে দেয়ার নামে শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বাগানটির এক কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে গত ২৩ জুুন দৈনিক পূর্বদেশ পত্রিকার ৫ম পৃষ্ঠায় সংবাদ প্রকাশের পর অনিয়মের সত্যতা পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৩০ জুন ফটিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন নোটিশ প্রেরণ বাগান কর্তৃপক্ষের কাছে। নোটিশে ৭দিনের মধ্যে অভিযুক্ত সেকান্দরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উল্লেখ্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাগানের ব্যবস্থাপক প্রশাসন এস মল্লিক নোটিশ পেয়ে গত ২ জুলাই অভিযুক্ত বাগানের সহকারী ব্যবস্থাপক মো. সেকান্দরকে চাকুরী থেকে বরাখাস্ত করে। বাগানের ব্যবস্থাপক প্রশাসন এস মল্লিক গত ৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবিহিত করেন। বরাখাস্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মা জান চা বাগানর ম্যানেজার মাহতাব উদ্দিন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফীন বলেন, বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় বাগানের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে অভিযুক্ত বাগানের সহকারী ব্যবস্থাপক মো. সেকান্দরকে চাকুরী থেকে বরাখাস্ত করা হয়েছে। এ সক্রান্ত গতকাল একটি চিঠি পেয়েছি বাগান কর্তৃপক্ষের। উল্লেখ্য, প্রতি বছর নির্ধারিত সময়ে কর্মহীন হয়ে পড়া চা শ্রমিকদেরকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ তালিকায় নাম দেয়ার কথা বলে ১শ ৫০টাকা হারে আদায়ের অভিযোগ করেন চা শ্রমিকরা বাগানটির হেড টিলা বাবু (সহ-ব্যবস্থাপক) মো. সেকান্দরের বিরুদ্ধে।