মাকে নিয়ে অমূল্য কথা

74

 

জন্মের আগে সন্তান থাকে দশ মাস দশ দিন
মায়ের সঙ্গে মায়ের গর্ভে যত্নে অন্তরীণ
জন্মের পর সন্তান নেই ১িনকটে সারাক্ষণ
কিন্তু দুয়ের মাঝখানে আছে অদ্ভুত বন্ধন।

যার মা আছেন, সে যে ধনি, মা তার শ্রেষ্ঠ ধন
বলেছেন ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
জাতি শিক্ষিত হবে যদি হয় মায়েরাও শিক্ষিত
এই কথাটুকু নেপোলিয়নের কথা থেকে উদ্ধৃত।

মায়েরাই সেরা সুন্দরী নারী হিসেবে গণ্য হন,
বললেন ইউএস প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
সোফিয়া লরেন বলেন মায়েরা দুবার ভাবেন সব
নিজের এবং সন্তানদের- জন্য যা সম্ভব।

মিশেল ওবামা প্রশ্ন করেন এমন মমতা কই,
মার ভালোবাসা শক্তির উৎস সবচেয়ে টেকসই।
সন্তানদের কাছে জননীরা চির বিস্ময়কর,
তার ত্যাগ মায়া বুদ্ধিতে থাকে সবকিছু নির্ভর।

মায়ের মমতা সন্তানদের সীমাহীন সম্পদ
সন্তান সুখে মায়ের আনন্দ হয়না ক্ষ্যান্ত রদ।
বিস্ময়কর উৎকর্ষতা মায়েরা পরম ধন,
এই উক্তির কন্ঠ হলেন মাইকেল জ্যাকসন।

মা যে বড় ব্যাংক, সন্তান রাখে, দুঃখ কষ্ট জমা
তার বিনিময়ে ভালোবাসা তুলি, হিসাবটা রমরমা।
মাকে নিয়ে এই কথা বললেন হুমায়ুন আহমেদ,
বললেন নেই মার চোখে কোন সন্তানে ভেদাভেদ।

জীবন বিলিয়ে রক্ষা করে মা সন্তানদের প্রাণ
সকল প্রাণীর প্রতি অনুরূপ রাখো মানবিক টান।
মায়ের মতোন রক্ষা করবে পৃথিবীর সব প্রাণী
মাকে নিয়ে এই কথা গৌতম বুদ্ধের সেটা জানি।

মায়ের অভিশাপ গায়ে লাগবেনা কখনও সন্তানের
কিন্তু মায়ের দোয়া গায়ে লাগে বেশি বেশি করে ঢের।
অভিশাপ ঝরে পড়ে যায় সব হাসের গায়ের মত
হুমায়ুন আহমেদের এই কথা হবে চির অক্ষত।

মুসাফির যারা মজলুম যারা এবং মায়ের দোয়া
নিশ্চিত হবে কবুল এবং কখনও যায়না খোয়া
মায়ের পায়ের নীচে বেহেশত, কথাটি অনেক গভীর
এই কথাগুলো বিশ্ব শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবীর।

‘মা কথা ছোট্ট কিন্তু অর্থ অনেক দীর্ঘ ভাই
মায়ের চাইতে অধিক মধুর আরতো কিছুই নাই’
এই কথাগুলো পৃথিবীর সব মানুষের মুখে আজ
আগে বলেছেন শিক্ষার কবি কাজী কাদের নওয়াজ।

মাকে নিয়ে হয় কবিতা ও গান নানারূপ লেখালেখি
জারি সারি পুথি ছড়া ও নাটক শোলক বচনে দেখি
মাকে নিয়ে যত অমূল্য সব উক্তি যুক্তি বাণী
সন্তান জানে মাই সবকিছু এইসব কথা মানি।

পুত্র কন্যা মায়ের সঙ্গে হৃদয়ে হৃদয়ে বাধা
মা হবার কালে মারা গেলে মার শহীদের মর্যাদা।