মাও. সালাউদ্দিন আল ইমামীর ইন্তেকাল

58

দারুল উলুম আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন আল ইমামী গত ২৪ মে সকাল আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হাটহাজারীর প্রখ্যাত আলেম মাওলানা ইমাম উদ্দীনের নাতি ও হাকিম মাওলানা আব্দুল হকের বড় ছেলে। মাওলানা সালাউদ্দিন আল ইমামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রথম খতিব ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের হেড মৌলানা, করাচি পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) কলেজের অধ্যাপক এবং হাটহাজারীর ওদুদীয়া আলিয়া মাদ্রাসা, পটিয়ার শাহচান্দ আলিয়া মাদ্রাসা ও মিরসরাইয়ের লতিফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের প্রথম জানাজা সিডিএ জামে মসজিদে ও সর্বশেষ জানাজা নিজ গ্রাম হাটহাজারীর মির্জাপুরে সম্পন্ন হয়। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাদা ও বাবার কবরের পাশে দাফন করা হয়।
জীবদ্দশায় মাওলানা সালাউদ্দিন আল ইমামী দ্বীনি শিক্ষা ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য ৭-৮টি বই লিখেছিলেন। মৃত্যুর সময় তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় জামাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি