মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ স্মরণসভা

95

ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুথান ও ছয় দফা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রগতিশীল রাজনীতিবিদ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের অগ্রগামী ও উল্ল্যেখযোগ্য অবদান রয়েছে যা ঐতিহাসিকভাবে স্বীকৃত। বাংলাদেশ গণ আজাদী লীগ চট্টগ্রাম জেলা শাখার উদ্যেগে আয়োজিত গত ২১ আগষ্ট সন্ধ্যা ৬টায় চান্দগাঁও খতিব বাড়িস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩৩ তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ঠ শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চট্টগ্রাম মহনগর সেক্রেটারি আব্দুল গাফফার খান।সংগঠনের সদস্য এনামুল হকের সঞ্চালনায় স্বরণসভায় আরো বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা ক্যাব এর সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ¦ আব্দুল মান্নন, চসিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক প্রভাষক সুমন দত্ত, সাজাক চেয়ারম্যান সেলিম উদ্দিন চৌধুরী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, মানবাধিকার সংগঠক ও সংবাদিক অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী, আবছার উদ্দিন লিটন ও নাছির উদ্দিন প্রমূখ। সভা শেষে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্তার শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন খতিব বাড়ী মসজিদেরে খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি