মাউন্ট এভারেস্টে মার্কিন গবেষক দল

32

বিশ্বের সর্বোচ্চ চূড়া হিমালয়ের মাউন্ট এভারেস্টে অভিযানে নেপাল পৌঁছেছেন এক দল মার্কিন গবেষক। তবে তারা মাউন্ট এভারেস্ট জয় করতে বা শখ করে এ অভিযানে আসেননি। দূষণের ফলে এভারেস্টের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতেই এ অভিযানে নামবেন তারা। গবেষণার খাতিরে তাদের উঠতে হবে এভারেস্টে। দূষণের জেরে হিমালয়ের কী অবস্থা, তা খতিয়ে দেখবেন এই গবেষকরা। হিমবাহেও কীভাবে দূষণ প্রভাব বিস্তার করেছে তাও গবেষণা করবেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জন অ্যালের নেতৃত্ব বুধবার মার্কিন পরিবেশ বিজ্ঞানীদের ওই দলটি নেপালে পৌঁছেছে। অতীতে এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা রয়েছে জনের। প্রস্তুতি সম্পন্ন করে এভারেস্টে উঠতে এবং মূল অভিযান শুরু করতে কয়েকদিন সময় লাগবে। এরই মধ্যে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন তারা। দুই মাস ধরে গাছপালা, বরফ, তুষারসহ নানারকম নমুনা সংগ্রহ করবেন এই বিজ্ঞানীরা।