মাঈন উদ্দীন খাঁন বাদলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

13

ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বর্ষীয়ান রাজনীতিক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মুক্তিযোদ্ধা জননেতা মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর সভাপতি-সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ আল্লামা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স ম হামেদ হোসাইন, আলহাজ্ব এইচ এম. মুজিবুল হক শুক্কুর, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, স ম শহীদুল হক ফারুকী ও এম. মহিউল আলম চৌধুরী অপর এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট রাজনীতিবিদ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরুহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা : নগরীর চান্দগাঁও থানাধীন ৬নং পূর্বষোলশহর খাজা রোডস্থ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাঈন উদ্দীন খাঁন বাদলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গত ৭ নভেম্বর মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাদ্রাসার এতিমখানার সেক্রেটারী হাজী এয়ার মোহাম্মদ, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, উপাধ্যক্ষ মুহাম্মদ মুফিজুর রহমান, রেজাউল করিম, ইমাম হাসান, ইসমাঈল, আমিরুল ইসলাম, আবুল হোসেন, মনিরুল হাসান, ইকবাল হোসাইন, নজরুল ইসলাম, আবদুল বারি, আবদুল করিম, মাওলানা মফজল আহমদ, হাফেজ নুরুল আলম প্রমুখ। পরিশেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্। বিজ্ঞপ্তি