‘মাই রোড মাই রেন্সপনসিবিলিটি’

26

বর্তমানে চট্টগ্রাম নগরীর ট্রাফিক সমস্যা অনেক বড় একটি সমস্যায় পরিণত হয়েছে।
ট্রাফিক আইন মেনে না চলায় প্রতিনিয়ত বড় দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে নগরীর বসবাসরত মানুষ। তাই গত ৮ ডিসেম্বর রবিবার ভিবিডি চট্টগ্রাম জেলা চট্টগ্রামের জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করতে ‘মাই রোড, মাই রেসপনসিবিলিটি” নামে সচেতনতামূলক একটি ইভেন্ট ক্যাম্পেইন পরিচালনা করে।
চট্টগ্রাম নগরীর ৪টি জনবহুল মোড়- নিউমার্কেট, টাইগারপাস, জিইসি, ২নং গেইটে ২০০ জনের অধিক ভলান্টিয়ার সারিবদ্ধভাবে দাড়িয়ে প্ল্যাকার্ড প্রদশর্নের মাধ্যমে জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে এবং রাস্তায় যেসব পথচারী ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার হয়েছেন তাদের ব্যাচ পরিয়ে সম্মান প্রদর্শন করা হয়। ভিবিডি চট্টগ্রাম জেলার এই ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং সুজুকি, রেডিও পার্টনার হিসেবে ছিলেন রেডিও ফূর্তি। বিজ্ঞপ্তি