মাইজভান্ডারে রক্তদান কর্মসূচি

48

মাইজভান্ডার দরবার শরীফে রক্তদান কর্মসূচি ও রক্তদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাইজভান্ডার দরবার শরীফে এ রক্তদান কর্মসূচি ও রক্তদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে মোট ১০৩ ব্যাগ সংগ্রহ করা হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, দারুততায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েত, জেলা কার্যকরী সংসদের প্রচার ও জনসংযোগ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, মাইজভান্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সাধারণ সম্পাদক মো. সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের এটিএম মুছা, মুহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ শিবলী সাদেক কমল, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দিন, কাজী সৈয়দুল আজম, আবুল হাসেম, মুহাম্মদ শাহজাহান, মওলানা ইলিয়াছ রেজভী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ২৩ জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভান্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির