মাইজভান্ডারী একাডেমির ‘বেলায়তে মোতলাকা’ কর্মশালা

51

‘পীর-মুর্শিদ থেকে ফয়েজ প্রাপ্তির ধারা আধ্যাত্মিক জীবনের এক মহামূল্যবান অধ্যায়।’ স¤প্রতি নগরীর চান্দগাঁওস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট মিলনায়তনে মাইজভাণ্ডারী একাডেমির ‘বেলায়তে মোতলাকা’ শীর্ষক কর্মশালায় আলোচকগণ তাঁদের বক্তব্যে এ মতামত প্রকাশ করেন। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বেলায়তে মোতলাকা’ গ্রন্থের ৯ম পরিচ্ছেদ। উক্ত কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ জাফর উল­াহ। মাইজভান্ডারী একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, বরেণ্য মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, মাওলানা ড. হাফেজ মহিউল হক, মুর্শিদুল আলম, শাহনেওয়াজ চৌধুরী, এইচ.এম রাশেদ খান সহ বিভিন্ন কলেজ, মাদারাসা ও স্কুলের শিক্ষক এবং মাইজভান্ডারী একাডেমির সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি