মহেশখালী ভ্রমণে ৬১ জনের বিদেশি পর্যটকদল

49

আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব ৬১ জনের ‘জার্নি প্লাস’ নামের একটি ভ্রমণদল মহেশখালী ভ্রমণে আসেন। গতকাল বৃহস্পতিবার তারা উপজেলার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান উপভোগ করেন। তারা সাগরপথে যাত্রা শুরু করে ভারতের ছেন্নাই হয়ে বাংলাদেশের সুন্দরবন, মহেশখালীর সোনাদিয়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ভ্রমণকারী বিদেশীদের সম্মানার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা। ৬১ জন ভ্রমণকারী পর্যটক নিয়ে প্রমোদতরী নামের জাহাজটি মহেশখালীর সোনাদিয়ার তীরে নোঙ্গর করে। সকালের দিকে স্পিডবোটে করে তারা মহেশখালীর বৌদ্ধমন্দিরসহ বেশকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা মিয়ানমারের উদ্দেশ্যে মহেশখালী ছেড়ে চলে যান।