মহেশখালীতে ৪ ডাকাত আটক

32

মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের পূর্ব আধারঘোনা পাহাড়ি এলাকায় ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টায় অভিযান চালিয়ে মো. আলী, খালেদ বাপ্পি, সুমন ও মো. হোসেন নামে ৪ ডাকাতকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালামারছড়া ইউনিয়নের পূর্ব আধারঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৪ ডাকাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ডাকাতদের আস্তানা থেকে দেশে তৈরি ২টি এক নলা লম্বা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি গুলি রাখার ভেল্ট ও ১টি ট্যাঁটা উদ্ধার করা হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) বাবুল আজাদ এর নেতৃত্বে কালামারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল হক, এএসআই জাহাঙ্গীর ও এএসআই জহির এ অভিযানে অংশ নেয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত বাবুল আজাদ জানান, দীর্ঘদিন ধরে কালামারছড়াস্থ পূর্ব আধারঘোনা পাহাড়ি এলাকাসহ কালামারছড়া ইউপিতে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছে গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যেরা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।