মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ চাষী নিহত

20

চলতি শুষ্ক মৌসুমে বছরের প্রথম বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে তিন লবণচাষী নিহত হয়েছেন। এছাড়া-প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণ ব্যাপক ক্ষতি করেছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার সময় কাল বৈশাখী তান্ডব শুরু হয়। বজ্রপাতে ৩ জন লবণ চাষী কাজ করা অবস্থায় নিহত হন। নিহতরা হলেন হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক (১৭), পেকুয়ার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও বড়মহেশখালীর জাগিরাঘোনার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫)। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে, মোস্তাফিজ হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে ও ফারুক কালাপাইন্না ঘোনায় নিহত হন।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদ জানান, লবণ মাঠে কর্মরত ৩জন লবণ শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কাল বৈশাখী ঝড়ের তান্ডব শুরু হয়। এ সময় গাছপালা ও বিদ্যুৎতের তার ছিড়ে ব্যাপক ক্ষতি হয়। চাষিরা জানান, মাঠে উৎপাদিত লবণের ক্ষতি হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানান, বিকালের দিকে শুরু হওয়া কাল বৈশাখীর তাÐব ও বজ্রপাতে ৩ জন লবণ শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি।