মহেশখালীতে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান

53

ভয়াবহ অগ্নিকান্ডে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। সোমবার ভোর ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে চকরিয়া থেকে ফায়ার সার্ভিস টিম এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এসময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজারে বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে। এছাড়াও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল বিকাশ জানান, ভোরে নতুন বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে চকরিয়া স্টেশনে খবর দেয়া হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে আহবায়ক এবং সদস্য করা হয়েছে পুলিশ পরিদর্শক একেএম সফিকুল আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব, ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মুকুল বিকাশ-কে। কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট জমা দিবেন বলে জানা গেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ দুর্ঘটনায় অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়া হবে।