মহিলাদের কল্যাণে সরকার ব্যাপক কাজ করেছে : সামশুল হক

67

পটিয়ার দুইবারের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী বলেছেন, মহিলাদের কল্যাণে সরকার ব্যাপক কাজ করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে জন্মবিন্ধন সনদে পিতার পাশাপাশি মায়ের নাম সংযোজন করে মাদেরকে সম্মানীত করেছে। তাছাড়া পাশাপাশি মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, নারী শিক্ষার্থীদের উপবৃত্তি, ক্ষুদ্র কুটির শিল্পে ঋন দানের মাধ্যমে নারীদের স্বাবলম্বীসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান। গত ১৭ ডিসেম্বর পটিয়া পৌরসভা মহিলা যুবলীগের আহবায়ক জেসমিন আকতার তুলির সভাপতিত্বে সামশুল হক চৌধুরী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, রাশেদ মনোয়ার, সাবেক সাধারণ সম্পাক বিজন চক্রবর্তী ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান এমএ হাশেম। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট জোবাইদা গুলশান আরা রিমি, যুগ্ম আহবায়ক নাছিমা আকতার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, রাজু দাশ হিরু, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ইনসানা নাসরিন ডেজী, যুগ্ম আহবায়ক সুমি দে সাথী, পৌরসভা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ফারহানা ইয়াসমিন প্রমুখ। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরীকে তৃতীয়বারের মত ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহবান জানান।