মহিউদ্দিন চৌধুরী সংগ্রামী জনতার প্রেরণার উৎস হয়ে আছেন

39

মহিউদ্দিন চৌধুরী সংগ্রামী জনতার প্রেরণার উৎস হয়ে আছেন। তাঁর মত দেশপ্রেমী ও চট্টল দরদী মানুষ আগামীতে জন্ম নিবে কিনা সন্দেহ আছে। তিনি সবসময় চট্টগ্রামের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন চট্টগ্রাম হচ্ছে সারা বাংলার অর্থনীতির স্বর্ণদ্বার। উপরোক্ত বক্তব্যগুলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের। মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে উক্ত স্মরণসভা চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সম্প্রতি মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর মুজিব সেনার সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহব্বায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহব্বায়ক রেজাউল করিম কায়সার, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল ইব্রাহীম। বিশেষ অতিথি শফিক আদনান বলেন, মহিউদ্দিন চৌধুরী ৭৫ পরবর্তীতে হাজারও নির্যাতন, মামলা-হামলা উপেক্ষা করে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন হাসি মুখে। বিশেষ অতিথি শুকলাল দাশ বলেন, মহিউদ্দিন চৌধুরী রাজনৈতিক নেতা হয়েও সাধারণ মানুষ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি। দেলোয়ার হোসেন খোকা বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম বাসীর প্রকৃত অভিভাবক। তিনি রাজনৈতিক নেতা হতে জননেতা, জননেতা হতে চট্টলবীর, চট্টলবীর হতে চট্টলার অবিসংবাদিত নেতা হয়েছেন নিজগুণে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম, নজরুল ইসলাম, মুজিব সেনার সহ সভাপতি গোলাম মোস্তফা মোস্তাক, ওসমান গণি আলমগীর, মাহাবুব আলম, ইসমাইল আজাদ, সাইফুল ইসলাম, ডা: জামাল উদ্দিন, জি এম দীপু, যুগ্ম সম্পাদক মো: নাহিদ। সভার শুরুতে প্রয়াত নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি