মহিউদ্দিন চৌধুরী ছিলেন আ’লীগে দুর্দিনের কান্ডারী

53

চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, চট্টলদরদি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের দুর্দিনের সাহসী সৈনিক ও চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে মরনোত্তর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে স্বাধীনতা পদক- ২০২০ দেয়ার দাবীতে বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল সরকারের কাছে যে আবেদন করেছেন তা যুক্তিসংগত এবং সময়ের দাবী। চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের আওয়ামী পরিবারের দুর্দিনের অভিভাবক। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ ও অকুতোভয় সৈনিক। তাঁর মতো মহান ব্যক্তিত্বকে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে স্বাধীনতা পদক- ২০২০ দেয়া হলে চট্টগ্রামের আওয়ামী পরিবার গৌবান্বিত হবে এবং মহিউদ্দিন চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মরা বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবে। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় কালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ একথা বলেন। গত ৪ ফেব্রূয়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল আলম দোভাষ এর সাথে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দ এক সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময় শেষে সংগঠন কর্তৃক প্রকাশিত চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীর স্মারক “তোমারে দেব না ভুলিতে” তুলে দেওয়া হয় সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের হাতে। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস.এম.লেয়াকত হোসেন, সদস্য বায়েজিদ ফরায়েজী, হানিফ চৌধুরী। বিজ্ঞপ্তি