মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

78

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার নগরীর ৮নং শুলক বহর ওয়ার্ড আওয়ামী লীগ ও উত্তর জেলা আওয়ামী লীগ দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্পণ কর্মসূচি পালন করে।
নগরীর শেখ ফরিদ (রা.) চশমা মসজিদ প্রাঙ্গণে ৮নং শুলক বহর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ। ৮নং শুলক বহর ওয়ার্ড সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়মী লীগের কৃষি সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুন, সৈয়দ আমিনুল হক, বন্দর থানা আওয়ামী লীগের আহব্বায়ক হারুনুর রশীদ, ৪২ নম্বর ওয়ার্ডের সভাপতি খয়রাতি মিয়া, চৌধুরী হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, আওয়ামী লীগ নেতা এম আর আজিম, আসলাম কমিশনার, কাউন্সিলর মোরশেদুল আলম, শাহজাহান সুফি, গিয়াস উদ্দিন খান, এস এম হাসেম, হাবিবুর রহমান তারেক, ইমরানুল হক, ওয়াহিদুল আলম শিমুল, আনোয়ার মিয়া, এম এ ওয়াজেদ, এরশাদুল্লাহ মুন্না, আবুল বশর, সজিব চৌধুরী, সাইফুল মন্নান শিমুল, জাহিদুল আলম, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ মুসা, হাসানুর রহমান, নজিবুল ইসলাম মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানবতার কান্ডারী মহিউদ্দিন চৌধুরী আজীবন মানুষের অন্তরে থাকবেন। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান।
উত্তর জেলা আওয়ামী লীগ :
সকাল ১০ টায় নগরীর চশমা হিলে মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জেয়ারত ও মোনাজাত কর্মসূচি পালন করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ।
এসময় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হাশেম, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, আলাউদ্দিন সাবেরী, ইফতেখার হোসেন চৌধুরী বাবুল, জাফর আহমেদ, শওকতুল আলম, মোহাম্মদ ইদ্রিস, ফোরকান উদ্দিন আহামদ, নজরুল ইসলাম তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিন, ডা. মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা বখতেয়ার সাঈদ ইরান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি