মহামারীতে বিশ্ব পর্যটন খাতের ক্ষতি ‘৩২ হাজার কোটি ডলার’

35

কোভিড-১৯ মহামারীর প্রথম ৫ মাসেই বিশ্বের পর্যটন খাত ৩২ হাজার কোটি ডলার আয় হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)। এক প্রতিবেদনে তারা বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে পর্যটন খাতের যে ক্ষতি হয়েছে, তা ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ক্ষতির তিনগুণ।
সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে ৫ মাসে বিশ্বজুড়ে পর্যটকের সংখ্যা কমে মাত্র ৩০ কোটিতে এসে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে তারা। পর্যটকের এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ কম, জানিয়েছে বিবিসি। “সাম্প্রতিক এ তথ্য পর্যটন খাতকে যত দ্রুত সম্ভব পুনরায় সচল এবং যতখানি নিরাপদ করা যায় তার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরেছে,” বলেছেন ইউএনডবিøউটিও‘র মহাপরিচালক জুরাব পললিকাশভিলি।
পর্যটন খাতের অচলাবস্থা লাখ লাখ মানুষকে বিপাকে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি। “আন্তর্জাতিক পর্যটনে যে নাটকীয় ধস দেখা দিয়েছে তা উন্নয়নশীল দেশগুলোসহ বিশ্বের লাখ লাখ মানুষের জীবনধারণকে ঝুঁকিতে ফেলেছে,” বলেছেন তিনি।