মহান মাতৃভাষা দিবস পালিত

72

বিএনসি মহানগর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস (বিএনসি) মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনসি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট এম.জি ভূইঞা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. নেপাল দাশগুপ্ত, কেন্দ্রীয় উপদেষ্টা এড. মনোরঞ্জন দাশ, যুগ্ম-সম্পাদক মোছলেহ উদ্দিন ভূইঞা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী সৌমেন বড়ুয়া। বিএনসি চট্টগ্রাম মহানগরী সভাপতি ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়ার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় ৭১’র সভাপতি সজল চৌধুরী, সম্পাদক আর. কে রুবেল, জসিম উদ্দিন, আসিফ, প্রকৌশলী শাওন বড়ুয়া, সুমন কান্তি বড়ুয়া, ডা. অরুন কুমার রায়, ফারুক হোসেন, ইমাম হেসেন, এয়ার মো. খোকন, ফিরোজ আল মামুন, ডা. অরুন কুমার রায় প্রমুখ। সভায় ছিলেন ডা. এম.জি ভূইঞা বলেন, একুশের চেতনাই হল বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মূলভিত্তি। বাংলাদেশ রাষ্ট্রকে অহিংস গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক করার ক্ষেত্রে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিকসহ আরো অসংখ্য বাঙালির আত্মত্যাগ একটি শক্তিশালী ভিত্তি গড়ে দিয়েছিল।

৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগ :
২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড শাখা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল বাতেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, আরিফ আহমেদ সুজন, শিবলু আহম্মেদ জামাল, ইমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, মামুনুর রশিদ, মাইন উদ্দিন সাগর, আবু হানিফ জনি, বাবুল, কাজী আল মামুন, মুছা, আঃ কাদের, নয়ন, নুর নবী খন্দকার আকাশ, সুজন গাজী, আওলাদ, সোহেল, রাশেদুল ইসলাম বাবু, ডিস মান্নান, নবী, জামাল, জুয়েল, ইমরান, পলাশ, সাইফুল, সৌরভ হোসেন, আজম, আলাল, জসিম, রমজান, মতিন, হাসান, রাসেল, নিতুন, শহীদুল, দেলোয়ার, ইব্রাহিম, রাজু, জিলানী, রায়হান, আজাদ, শাকিল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছেন। ভাষার জন্য কোন জাতিকে এত মৃত্যুবরণ করতে হয়নি। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা প্রতিষ্ঠিত করেছে। ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণার মধ্যদিয়ে বাঙালি জাতি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। বক্তারা আরো বলেন, একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও টানা তৃতীয় মেয়াদে জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান এবং সবাইকে বিএনপি জামায়াত যাতে দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

উত্তর জেলা যুব মহিলা লীগ : গত ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এড. জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার নেতৃত্বে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট ফারজু শাহ, এডভোকেট বৃষ্টি কবির, রুপনা চৌধুরী, মিনা পারভীন হোসেন, শামীমা আক্তার, এডভোকেট ফাতেমা নার্গিস, রুবি আকতার, শারমিন জাহান বেবী প্রমুখ।
মহানগর তাঁতী লীগ : মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি র‌্যালি সহকারে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিক ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক এহছানুল আজিম লিটন, এসএম কালাম, সদস্য মো. সরোওয়ার্দী, প্রকৌশলী সৈকত দাশ, প্রকৌশলী অমিত ধর, মো. আজিজ, অ্যাড. তরিকুল ইসলাম, মো. সৈয়দ আহমেদ, মোহাম্মদ মারুফ, মো. সোহেল, বিপ্লব সেন, পাহাড়তলী থানার সভাপতি মিঠুন কান্তি সরকার, সহ-সভাপতি মো. নুরুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো. তারেক মঞ্জুর, এমদাদ উদ্দিন চৌধুরী, টিটু কান্তি চৌধুরী, মোহাম্মদ বাবু, মোহাম্মদ হোসেন হিরা, সাগর দাশ, বাবুল দেবনাথ প্রমুখ।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি : মহান ভাষা দিবস উপলক্ষে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে প্রভাত ফেরী সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ওমর ফয়সাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আজম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এনাম বাদশা, আর কে মুহুরী, রনধীর চৌধুরী ভুলন, আবদুল্লাহ আল নোমান, মো: দেলোয়ার, তন্ময় সহ প্রমুখ।

চৌধুরী হাট আওয়ামী লীগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিকনদন্ডী ইউনিয়ন চৌধুরীহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা: বিজয় সরকারের সভাপতিত্বে রিমন মুহুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা: অশোক কুমার দেব, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনধীর চৌধুরী ভুলন, সুমন চৌধুরী, পুলক সরকার, কল্যাণ পাল, রঞ্জন চৌধুরী সজল, কানু দাশ, কৃষ্ণ বণিক, শিমুল দাশ, উজ্জ্বল দাশ, রনি দাশ, রঞ্জন ধর প্রমুখ।

৪নং চান্দগাঁও ওয়ার্ড আ.লীগ : গত ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আলহাজ মুজিবুর রহমানের পক্ষ থেকে পুরাতন চান্দগাঁও শহীদ মিনারে পুস্পমাল্য আর্র্পণ করা হয়েছে। মিছিলত্তোর এক আলোচনা সভা পুরাতন চান্দগাঁও শহীদ মিনারে ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হক নজুর সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক আনিসুর রহমান আনিস ভাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন, সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিল উদ্দীন, যুবলীগ নেতা নিজাম উদ্দীন নিজাম, মঞ্জুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হক, ফজলুল হক চৌধুরী মনি, ইকবাল হোসেন, জাহেদ, মহানগর ছাত্রলীগ নেতা জুয়েল, আজগর আলী, জাবেদ হোসেন জিকু, আরিফ মঈনুদ্দিন, মো. শাহীন, মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগে চান্দগাঁও শাখার যুগ্ম আহবায়ক টিপু সুলতানা, মো. শাকিব হোসেন প্রমুখ। সভায় বক্তারা শহীদদের স্মরণে প্রথমে ১মিনিট নিরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলনই মুলত ছিল স্বাধীনতা সংগ্রামের মূলস্তম্ব্য। তাই রফিক, ছালাম, জব্বার ও বরকত সহ সকল ভাষা শহীদদের স্মরণে আজও বাঙ্গালির হৃদয় অন্তর মম কাঁদে।

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম শাখা : ­নগরীর চেরাগীপাড়স্থ বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় শাখার সভাপতি পন্ডিত অধ্যক্ষ এ আর আচার্য্যরে সভাপতিত্বে এক প্রভাতফেরি করে নগরীর শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বক্তারা বলেন, ভাষা শহীদদের সাহসী ভূমিকা ও গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ফলেই আজকের এই মাতৃভাষা অর্জিত হয়েছে। ভাষাশহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের বিনিময়ে এই অর্জন আজ দেশের গন্ডি ছাড়িয়ে সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই অর্জন আমাদের জন্য গৌরবের। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পন্ডিত লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সহ-সভাপতি পন্ডিত যিশু আচার্য, পন্ডিত উত্তম আচার্য, পন্ডিত রাজু আচার্য, পন্ডিত সুনীল আচার্য, পন্ডিত সৈয়দ আতিকুর রহমান, পন্ডিত জয় আচার্য, পন্ডিত সনজিৎ আচার্য, পন্ডিত বিপুল সরকার, পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পন্ডিত কার্তিক আচার্য, পন্ডিত শান্তিপদ আচার্য, পন্ডিত উজ্জ্বল আচার্য প্রমুখ।


আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে : সানোয়ারা আবাসিকস্থ আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ২১ ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও একুশের কথামলা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। অনুষ্ঠানে শিক্ষক রাজীব দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আবুল কাশেম।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-চেয়ারম্যান শিক্ষাবিদ ফারজানা নাসরিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভবতোষ সরকার, শিক্ষক রহিম উদ্দিন, মৌ দত্ত, ওয়াহিদুল আলম, পারুল আকতার, মেরিন, পিংকি বড়–য়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণা অবিরাম উৎস। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সারাবিশ্বেই পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। অনুষ্ঠানে চিত্রাঙ্কনে কৃতিত্ব রাখা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গোসাইলডাঙ্গা ওয়ার্ড আ’লীগ : যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম মহানগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শোক র‌্যালীসহ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের আহবায়ক মোহাম্মদ ইসকান্দর মিয়া, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলী, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আলহাজ সুলতান আহমদ, আবুল কালাম বিএসসি, আলহাজ বদরউদ্দীন কোং, ফরিদ আহম্মদ কন্ট্রা, মোহাম্মদ নুর হোসেন, কামাল ইসহাকী, কামালউদ্দিন কোং, আব্দুস সালাম, মোহাম্মদ ফরিদ, দুলাল শীল, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আবু নাছের, মোহাম্মদ ইউছুপ, জফুর আলম মজুমদার, মোহাম্মদ জসীম উদ্দীন, রিফাত আলম, মাহমুদুর রহমান, সবুজ মল্লিক, গণি দোভাষ, কায়সার তালুকদার, আরমান হোসেন, বিধান চন্দ্র, মোহাম্মদ শামীম, মোহাম্মদ জাকির, বিপ্লব ঘোষ, মোহাম্মদ নাসির, মোহাম্মদ এনাম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাসির, যুবলীগ ও ছাত্রলীগ নেতা যথাক্রমে সুমন দাশ গুপ্ত, মোহাম্মদ গিয়াসউদ্দিন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, রাজীব ভট্টাচার্য, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ সুমন প্রমুখ।

ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ : ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ ঐহিত্যবাহী ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক সৈয়দ মুহাম্মদ তারিফ, প্রতিষ্ঠাতা মো. মাহমুদুর রহমান মাহমুদ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম লাভলু, মিজানুর রহমান মজুমদার, আবদুল হান্নান হীরা, আরফাতুল হক চৌধুরী, হাসান আল মামুন, মোঃ শিবলু, সুফিয়া খাতুন, সারাফাতুননেছা, মাহমুদা আক্তার, হোসনে আরা বেগম, মাহমুদা খাতুন, ইয়াসমিন আক্তার, কামরুদা খাতুন, আশরাফুন্নেছা, রোজিনা আক্তার, লুৎফুন্নেছা তানিয়া, নাছরিন আক্তার প্রমুখ।

প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং : নগরীর পাঁচলাইশ থানাধীন প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং এর উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বেলা ২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ণমেলা ও বাংলা গানের আসরের আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোর ও অভিভাবকদের এক মিলনা মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রাণের ভাষা বাংলা ভাষার বিভিন্ন বর্ণদিয়ে বিভিন্ন উপকরণ তৈরী ও প্রেদর্শন করে। মেলায় বিভিন্ন পসরা নিয়ে ছোট ছোট দোকানে বেচা কেনা করে। শিক্ষার্থীদের জন্য থ্রিডি মুভি, খেলাধূলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ভাষা দিবসের উপরে কবিতা আবৃত্তি ও বাংলা গান পরিবেশন করে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মিরর ২১ ব্যান্ড দল। মেলার উদ্বোধন করেন প্রিমিয়ার ইংলিশ স্কুল চিটাগাং এর পরিচালক ও প্রশাসনিক প্রধান ফরিদা চৌধুরী। বিজ্ঞপ্তি