মহান বিজয় দিবস পালিত

88

চন্দনাইশ : চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে বিজয় দিবস পালন করা হয়। গত ১৬ ডিসেম্বর সরকারি ঘোষণা মোতাবেক সকাল ৬টায় চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্প করেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইচ চেয়ারম্যান এড. কামেলা খানন রুপা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। তাছাড়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, গাছবাড়ীয়া সরকারি কলেজ, আমানত ছফা বদ্রুনেছা মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, এল.ডি.পি, মক্কা আ.লীগ ফাউন্ডেশন সৌদি আরব, চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ প্রেস ক্লাব, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়ীয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী জামিজুরী উচ্চ বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, হাশিমপুর এম.এ.কে.ইউ উচ্চ বিদ্যালয়, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়, সুচিয়া আর.কে উচ্চ বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হারালা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসা, বরমা ইউনিয়ন যুবলীগ, বরকল ইউনিয়ন যুবলীগ, প্রজন্ম লীগ, চন্দনাইশ ছাত্র ঐক্য, মহিলা আ.লীগ, প্রতিবন্ধি সংস্থা, আওয়ামী মোটর চালক লীগ, চন্দনাইশ সংগীত নিকেতন, চন্দনাইশ স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পুরস্কার বিতরণী সভা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দেজার সভাপতিত্বে অনুষ্টিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর হিরু, মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চন্দনাইশ প্রেস ক্লাব : মহান বিজয় দিবস উপলক্ষে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় র‌্যালী চন্দনাইশ সদর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট থেকে খানহাট, দোহাজারী সদর এলাকা প্রদক্ষিন শেষে লর্ড এলাহবাদ, মো. জাহাঙ্গীর সেলিম চৌধুরীর বাংলোতে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বনভোজনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মো. জাহাঙ্গীর সেলিম চৌধুরী, সানাউল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোরশেদ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. এরশাদ। সৈকত দাশ ইমনের সঞ্চালনায় এতে অন্যদের মধেঘ্য উপস্থিত ছিলেন মো. রাশেদ, আবিদুর রহমান বাবুল, এমএ মুসা, মাওলানা মোজাহেরুল কাদের, আবু তালেব আনসারী, মো. কমরুদ্দীন, নুরুল আলম, শাহাদাত হোসেন, নাসির উদ্দীন, মো. আবদুল হামিদ, মো. ফয়সাল চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আমিনুল ইসলাম রুবেল, মো. জাহাঙ্গীর আলম, দস্তগীর, ফয়েজুল হক দস্তগীর, মাঈনুদ্দীন, এমএ মুবিন, আবু তোরাব চৌধুরী, জনি আশ্চার্য, এসএম জাকির, তৌফিক আলম চৌধুরী, মাসুদ পারভেজ প্রমুখ।
চন্দনাইশ উপজেলা কৃষকলীগ : চন্দনাইশ উপজেলা কৃষকলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ, সহ-সভাপতি আবদুল মালেক রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, সেলিম উদ্দীন, সিরাজুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, আবদুস সবুর, হাজী হারুন প্রমুখ।
পটিয়া প্রত্যয় সংগঠন : “এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে বিজয় দিবসে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। ১৬ ডিসেম্বর সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদিন ব্যাপী এই উৎসবে ছিল বিজয় র‌্যালি, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধের গল্প, রক্তদান ও রক্তের গ্রূপ পরিক্ষা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও কথামালা, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য ও একাত্তরের চিঠি পাঠ। মুক্তিযুদ্ধের বিজয় উৎসব কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চেীধুরী এমপি। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবি । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। একাডেমির সদস্য শুকান্ত দাশ ও শিবু মল্লিকের সঞ্চালনায় আলোচনা ও কথামালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, উৎসবের উদ্বোধক ডা. দিলীপ ভট্টাচার্য্য, উৎসবের কো-চেয়ারম্যান অধ্যাপক শান্তপদ বড়ুয়া, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কবি ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাশ, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি সরওয়ার হায়দার, প্রদীপ বিশ্বাস, বেসরকারী কারা পরিদর্শক আবদুল হান্নান চৌধুরী লিটন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এড. এম. হোসাইন রানা, পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসানউল্লাহ চৌধুরী, একেএম সালাহ্ উদ্দিন, মমতাজুল ইসলাম, মুহাম্মদ আমির হোসাইন, জি কে এম পিয়ারু, বিশ্বজিৎ দাশ, ডা. সাইফুদ্দীন খালেদ, নিরাপদ সড়ক চাই পটিয়া শাখার সভাপতি সপু বড়ুয়া, নুরুল হোসাইন, এডভোকেট বাপ্পা ঘোষ ও একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল। বিজ্ঞপ্তি