মহানগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

41

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে মাদার অব ডেমোক্রেসি। সরকার বেগম জিয়াকে ভয় পায় বলেই প্রতিহিংসার বিচারে তাকে জেলে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গণতন্ত্র একই সূত্রে গাঁথা। তিনি গত ২৪ ফেব্রæয়ারী সোমবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর উপর পুলিশী হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন বলেন, নেতাকর্মীরা আজ বিক্ষুব্ধ। দেশের জনগণ একদিন স্বৈরাচারের এই অনিয়মের জবাব রাজনৈতিকভাবেই দেবে। বিগত নির্বাচনে আওয়ামীলীগ জনগণের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে। তারা বাংলাদেশকে বিরোধীদলবিহীন একটি দেশে পরিণত করেছে। সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া বর্তমান ভোটারবিহীন অস্বাভাবিক সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। চট্টগ্রামের মানুষ প্রাণ প্রিয় নেত্রীর মুক্তির দাবীতে আজ সোচ্ছার। কিন্তু সরকার প্রধানের ইশরায় তিনি মুক্তি পাচ্ছেন না। তিনি জামিন পেলেও তার মুক্তিতে সরকার বাঁধা দিচ্ছে। অবৈধ সরকার জানে দেশনেত্রী মুক্তি পেলে জনতার জোয়ারে তারা ভেসে যাবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি